তার প্রথম চলচ্চিত্র নির্মাণ ২৭ বছর বয়সে। বেচে ছিলেন ৫১ বছর পর্যন্ত। ২৪ বছর সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত থাকলেও মূলত জীবনের প্রতিটি মুহূর্ত যেন তিনি সিনেমাতেই নিঃশ্বাস নিয়েছেন। ঋত্বিক কুমার ঘটক, বিখ্যাত বাঙালি পরিচালক। যিনি ফ্রেমে ফ্রেমে তুলে ধরেছেন বাঙালির হাসি-কান্না, দুঃখ-কষ্ট, সর্বপরি জীবন। আজ এই গুণী পরিচালকের জন্মদিন।
দেশভাগ যাকে ভাবিয়েছে-কাদিয়েছে। জন্মভূমি ত্যাগ করা পরিচালকের চলচ্চিত্রে এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়।
ঋত্বিক চাইতেন নিজের বক্তব্য মানুষের কাছে পৌঁছানোর জন্য। আর এ জন্য তিনি সবসময় বেছে নিতে চেয়েছেন আধুনিক মাধ্যম। তাই প্রথমদিকে নাটক নিয়ে কাজ করলেও পরে সিনেমাই হয়ে ওঠে তার প্রধান হাতিয়ার।
রাষ্ট্র ও সমাজের বেঁধে দেয়া নিয়মের মধ্যে ছটফট করা গণমানুষের চিৎকার এবং সেখান থেকে বেরিয়ে আসার আকুতির কথাই বলে গেছেন তিনি।
৫১ বছরের জীবনে তিনি নির্মাণ করেছেন ৮টি সিনেমা। যার প্রতিটি বাংলা চলচ্চিত্র ইতিহাসে হয়ে আছে মাইলফলক। ঢাকার ঋষিকেশ দাশ লেনে জন্ম নেওয়া ঋত্বিক ১৯৬৯ সালে ভূষিত হন ভারত সরকারের পদ্মশ্রী উপাধিতে। ১৯৭৫ সালে ‘যুক্তি তক্কো আর গপ্পো’ চলচ্চিত্রের শ্রেষ্ঠ কাহিনীর জন্য ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন তিনি।
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী এই পরিচালকের ৯৪ তম জন্মদিনে বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা।