খোঁজ-দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন চিত্রনায়ক অনন্ত জলিল। প্রায় এক দশকের সিনেমা ক্যারিয়ারে ছয়টি ব্যবসা সফল সিনেমা রয়েছে তার ঝুড়িতে।
মোস্ট ওয়েলকাম ছবির ব্যবসায়িক সফলতার অনুপ্রেরণা তাকে মোস্ট ওয়েলকাম ২ নির্মাণে উদ্বুদ্ধ করে। পরিচালক হিসেবে এই ছবিটি তাকে প্রথম কিস্তির ছবিটির মতো ব্যবসায়িক সফলতা এনে দেয়।
নতুন খবর হলো, এবার অনন্ত ও বর্ষা জুটিকে দেখা যেতে পারে মোস্ট ওয়েলকাম ছবির তৃতীয় কিস্তি মোস্ট ওয়েলকাম থ্রি ছবিতে। চলতি বছরেই তিনি নির্মাণে নামবেন তার মোস্ট ওয়েলকাম থ্রি ছবিটি নিয়ে।
মানবিক অভিনেতা হিসেবে অনেক আগে থেকেই সুনাম কুড়িয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। সম্প্রতি ঢাকার হেমায়েতপুরে একটি মসজিদ সংস্কারের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে জানিয়েছেন তিনি।
সারা বিশ্বের মতো দেশেও করোনাভাইরাস আতংক ছড়িয়ে পড়েছে। করোনার প্রভাবে বেকার হয়ে পড়া চলচ্চিত্রের সহযোগী ও অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানোরও ঘোষণা দিয়েছেন অনন্ত জলিল।
দীর্ঘ ছয় বছরের বিরতি কাটিয়ে তিনি ফিরছেন ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘দিন-দ্য ডে’ নিয়ে। এখানেও স্ত্রী বর্ষার বিপরীতেই হাজির হবেন তিনি। আসছে কোরবানি ইদে মুক্তি পাবে ছবিটি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি