গল্পটা ২০০৬ সালের। গোটা দেশের অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে মম জয় করলেন সেরা সুন্দরীর মুকুট। এই গল্পটা সবারই জানা। এরপরের গল্পটা ছিল নিজেকে অভিনয়শিল্পী হিসেবে গড়ে তোলার। টিভি নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় কাজ শুরু করেন মম। পান সফলতা।
অভিনয়ের স্বীকৃতিও পেলেও এবার ১৪ বছর পর অভিনয় পরীক্ষায় সামিল হয়েছেন মম। পরীক্ষাটি ছিল বাংলাদেশ টেলিভিশনের। রাষ্ট্রীয় এই প্রধান সম্প্রচারমাধ্যমের তালিকাভুক্ত শিল্পী হতে ক্যারিয়ারের ১৪ বছরের মাথায় ফের আরেকটি পরীক্ষায় অংশ নিলেন মম, অডিশনে অংশ নিয়ে করেছেন পাসও।
প্রায় দেড় দশক ধরে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা মোশাররফ করিমের। ছোট পর্দার শীর্ষ অভিনয়শিল্পীদের অন্যতম তিনি। যদিও বিটিভির অনেক নাটকেই অভিনয় করেছেন তিনি। এত দিন চ্যানেলটির তালিকাভুক্ত শিল্পী ছিলেন না তিনি। সম্প্রতি তিনিও অন্তর্ভুক্ত হয়েছেন সেই তালিকায়।
শুধু মোশাররফ করিম নন, সম্প্রতি একঝাঁক জনপ্রিয় টিভি তারকাকে শিল্পীতালিকায় যুক্ত করে নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। ৩ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন তালিকাভুক্ত অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করেছে বিটিভি।
‘নাট্যশিল্পী নির্বাচনী পরীক্ষা ২০১৯’-এর চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়ে ‘গ’ শ্রেণিতে তাঁদের জায়গা হয়েছে। এ তালিকায় আছেন ১৪৫ জন শিল্পী। রয়েছেন রওনক হাসান, সাজু খাদেম, নিলয় আলমগীর, শানরৈ দেবী শানু, সুষমা সরকার, শামীমা তুষ্টিসহ অনেকে।
তালিকায় বড় চমক চিত্রনায়িকা শাবনাজ। ১৯৯১ সালে সিনেমায় আসেন শাবনাজ। জনপ্রিয়তা ও সাফল্যের পথে ১৯৯৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে চলচ্চিত্র থেকে একরকম বিদায় নেন তিনি। এবারের তালিকায় যুক্ত হয়েছেন তিনিও।
এখন থেকে তালিকাভুক্ত এই শিল্পীরা বিটিভির নিজস্ব নাটক, টেলিছবি ও অনুষ্ঠানে অভিনয় করতে পারবেন। স্যাটেলাইট চ্যানেলগুলোতে অভিনয় করে অনেক অভিনয়শিল্পী আগেই পরিচিতি পেয়েছেন। তাদের অনেকেই এবার তালিকাভুক্ত হয়েছেন। ভবিষ্যতে বিটিভিতেও দেখা যাবে তাদের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি