1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
এফডিসির কিছু অংশ ভেঙে নির্মিত হচ্ছে বাণিজ্যিক ভবন
ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

এফডিসির কিছু অংশ ভেঙে নির্মিত হচ্ছে বাণিজ্যিক ভবন

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৮৫ বার পড়া হয়েছে

দেশের চলচ্চিত্রের আঁতুড় ঘর বিএফডিসি। দেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিএফডিসির বিভিন্ন ফ্লোর সবসময় জমজমাট থাকে সিনেমার শুটিংয়ে। তারকাদের উপস্থিতিতে মুখর থাকে এই অঙ্গন।

জানা গেছে, গেল ৫ জুলাই থেকে বিএফডিসি’র ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে। বিএফডিসি’র একাংশ ভেঙ্গে ফেলার কারণ সেখানে নির্মাণ করা হবে বহুতল বাণিজ্যিক ভবন। এফডিসির মূল কার্যালয়ও হবে সেটি।

গেল মে মাসের শেষ সপ্তাহ থেকেই এটি ভাঙার গুঞ্জন চলছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন। বহুতল বাণিজ্যিক ভবনটিতে থাকবে শপিং মল, সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্স।

নতুন ভবন নির্মাণের জন্য ৩ ও ৪ নম্বর ফ্লোর ভাঙ্গা হচ্ছে। সেই অংশসহ সরকারি বর্ধিত জায়গায় ভবনটি নির্মাণ করা হবে। জানা গেছে, এফডিসির পূর্ব পাশে বিশাল জায়গাজুড়ে এটি নির্মিত হবে। আর পূর্ব পাশের চলচ্চিত্র সমিতিগুলোর অফিস, ল্যাব ও ৫টি পুরনো ফ্লোর আগের মতোই থাকবে।

চলচ্চিত্র প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু জানান, এফডিসি তার নিজের জায়গাতেই থাকবে। কিছু অংশ বর্ধিত হচ্ছে মাত্র। এখানে আধুনিক বাণিজ্যিক ভবন গড়ে তোলা হবে। থাকছে মাল্টিপ্লেক্স। অনেকে ভাবছেন, এফডিসি বন্ধ করে কবীরপুর ফিল্ম সিটিতে সবাই চলে যাচ্ছে, বিষয়টি আসলে তা নয়। দুটি দুই জায়গাতেই থাকবে এবং সক্রিয় থাকবে।

বিএফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো দুটি ফ্লোর ভাঙার ফলে নতুন কোন সংকট তৈরি হবে না। কারণ, নির্মাণাধীন ভবনেও দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এদিকে, করোনায় দেশে এতদিন সিনেমার শুটিং বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মেনে ফের শুটিং শুরু করা হয়েছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
আগে তো বিয়ে করতে হবে: দেব

আগে তো বিয়ে করতে হবে: দেব

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মহানবমী আজ, মণ্ডপে বিদায়ের সুর

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.