তরুণ প্রজন্মের মধ্যে সিনেমা পোকা বা গান পোকা যাই বলিনা কেন নায়িকা নুসরাত ফারিয়ার এই গান সম্পর্কে ওয়াকিবহাল নেই এমনটা বলা যায় না। চোখ ধাঁধানো গেটআপ আর পারফরম্যান্স নিয়ে দুই বাংলার অন্যতম চলচ্চিত্র মুখ নুসরাত ফারিয়ার গাওয়া একমাত্র গান ‘পটাকা’ এমনই বাজিমাত করেছিল।
২০১৮ সালের কথা। দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া তার গাওয়া ‘পটাকা’ একরকম আগুন ধরিয়ে দিয়েছিলেন অন্তর্জালে। গান-ভিডিওটিকে ঘিরে আলোচনা-সমালোচনা হয়েছিল অন্তর্জাল দুনিয়ায়। সেই ফাঁকে এটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৭০ লাখ।
নুসরাত ফারিয়ার গাওয়া একমাত্র গান ‘পটাকা’ প্রকাশের পর ভক্তরা অপেক্ষায় ছিল ফারিয়ার দ্বিতীয় গানের চমক লুফে নিতে। নতুন খবর হলো, প্রথম গানের দুই বছরের মাথায় আবারও নতুন গানচিত্র নিয়ে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।
২০১৮ সালের পর লম্বা প্রস্তুতি নিয়ে নায়িকা নুসরাত ফারিয়া প্রকাশ করতে যাচ্ছেন ক্যারিয়ারের দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। বড় চমক হলো, গানটি নুসরাতের জন্য তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র্যাপার-কম্পোজার মাস্টার ডি।
ফারিয়া জানান, গানটির রেকর্ডিং হয়ে শুটিংও শেষ করেছেন। অপেক্ষা শুধু মুক্তির। ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে অক্টোবর মাসে শুরুতেই প্রকাশ পাচ্ছে নতুন গানচিত্রটি।
নুসরাত ফারিয়া আরও জানান, নতুন গানটি তার গাওয়া প্রথম গানটির থেকে বেশ আলাদা হচ্ছে। গানটির রেকর্ডিং ও ভিডিও তিনি শেষ করেছেন করোনাকালের ঠিক আগমুহূর্তে, দেশের বাইরে। বরাবরের মতোই গানভিডিওটিতে থাকছে ফারিয়া, রয়েছে চমকও।
নিউজ ডেস্ক/বিজয় টিভি