1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
চাচা হেনা কোথায়’ সংলাপ নিয়ে এবার মুখ খুললেন দেলোয়ার জাহান ঝন্টু - বিজয় টিভি
ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

চাচা হেনা কোথায়’ সংলাপ নিয়ে এবার মুখ খুললেন দেলোয়ার জাহান ঝন্টু

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

প্রায় ২৯ বছর আগে ১৯৯৬ সালে মুক্তি পায় নির্মাতা ইফতেখার জাহান পরিচালিত ‘প্রেমের সমাধি’ সিনেমা। সম্প্রতি সিনেমাটির ‘হেনা’ দৃশ্য নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শাবনাজ।

সিনেমাটির হেনা দৃশ্যে দেখা যায়, দীর্ঘদিন পর প্রেমিক বকুল (বাপ্পারাজ) বাড়ি ফিরে প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়িঘর সাজানো দেখতে পান। তখন হেনার বাবাকে (অভিনেতা আনোয়ার হোসেন) জিজ্ঞেস করেন বকুল, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ এর জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও। হেনার বিয়ে হয়ে গেছে।’

এ সময় প্রেমিক বকুল আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ তারপর বাজতে থাকে ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি।

‘হেনা’ দৃশ্যের এ সংলাপ দীর্ঘদিন পর হঠাৎ ভাইরাল হয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এ দৃশ্যের ভিডিও ক্লিপ ও ছবি বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে শেয়ার করে নিজের অনুভূতি ও মতামত প্রকাশ করছেন। কেউ কেউ মন্তব্যের ঘরে বিভিন্ন হাস্যরসও করছেন। তবে ঠিক কী কারণে দীর্ঘদিন পর সংলাপটি ভাইরাল হলো, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ‘প্রেমের সমাধি’ সিনেমার বহুল আলোচিত সেই সংলাপ রচয়িতার নাম দেলোয়ার জাহান ঝন্টু। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সাড়ে তিন শতাধিক চিত্রনাট্য লিখেছেন। পরিচালনা করেছেন ৭৩টি সিনেমা। আর ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন নির্মাতা ঝন্টু।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ পরিচালক বলেন, চাচা, হেনা কোথায়―সংলাপটি লিখেছিলাম গল্পের সিক্যুয়েন্স অনুযায়ী। ওই সময়ও এতটা খুশি লাগেনি। এখন খুশি লাগছে যে, এমন ছোট্ট একটি সংলাপ ফেসবুকে দেখছি। অনেকেই আমাকে ফোন করে বলছে। তোমরা যারা এই সংলাপ ভাইরাল করেছো, তাদের প্রতি কৃতজ্ঞ আমি।
নির্মাতা ঝন্টু বলেন, আমি এ কারণে কৃতজ্ঞ যে, মানুষের প্রশংসা শুনতে চায় মানুষ। মানুষের বদনাম করলে অখুশী হয়। আর সুনাম করলে সবাই খুশি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সাগরে ফের লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
‘বুঝতে পারিনি কীভাবে এত বছর ধরে টিকে আছি’

‘বুঝতে পারিনি কীভাবে এত বছর ধরে টিকে আছি’

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, কমবে তাপমাত্রা

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.