কিছুদিন আগে করোনা লক্ষণ দেখা দিলে নিজ উদ্যোগে হাসপাতালে গিয়ে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন তানজিন তিশা। গত ৪ অক্টোবর রাতে পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি।
গত ৫ অক্টোবর বিকেলে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তানজিন তিশা নিজেই। তিনি জানিয়েছেন টেস্টের রেজাল্ট পাওয়ার পরই শুটিং ও সব কাজ বাতিল করে আইসোলেশনে আছেন তিনি।
কাজ শুরু করার আগে নিজের, পরিবারের এবং সহকর্মীদের নিরাপত্তার কথা ভেবে কোভিড-১৯ টেস্ট করবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। বাসার সবাইকে জানিয়ে হাসপাতাল থেকে ফিরেই হোম কয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি