২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমা ঊনপঞ্চাশ বাতাস। ছবিটি মুক্তি পাওয়া উপলক্ষে সরব হয়েছে চলচ্চিত্রপাড়া। আসতে শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সব শাখাতে মুক্তি পাচ্ছে ছবিটি। এবার এলো নতুন খবর।
এবার রাজধানীর সঙ্গে ছবিটি মুক্তি পাবে বন্দরনগরী চট্টগ্রামেও। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।
২৩ অক্টোবর চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। দেশের সাধারণ প্রেক্ষাগৃহে ছবিটি কেন মিুক্তি দেয়া হবে না? এর ব্যাখ্যায় তিনি জানিয়েছেন, দেশের সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে আয়-ব্যয় হিসাব করার পদ্ধতি অতি সনাতন ও অস্বচ্ছ।
তিনি জেনে বুঝে লোকসান করতে রাজি আছেন কিন্তু ফাঁদে পড়ে লোকশান করতে রাজি নন তিনি। তারচেয়ে ধীরে ধীরে দেশের অন্য প্রেক্ষাগৃহগুলোতে আসবে ছবিটি।
‘ঊনপঞ্চাশ বাতাস’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। নির্মাতা জানান, এর গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি