প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চীন রাষ্ট্রদূতের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৩ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
এ সময় দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এছাড়া চীনের ঋণ সহায়তায় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন তাঁরা।
আড়ও পড়ুন: মায়ের-দিদির গয়না, কাপড় চুরি করে প্রেমিকাকে দিতেন রণবীর
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চীন রাষ্ট্রদূতের, পরে গণভবনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের ম্যানেজমেন্ট টিমের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।