নিউজ ডেস্ক / বিজয় টিভি
প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকান্ডসহ দুর্ঘটনা মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও নিরাপত্তা সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে, নিজ কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় একথা বলেন তিনি। ব্যক্তিগত পর্যায়ে নিরাপত্তা সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সচেতন না থাকার কারণেই বারবার অগ্নিদূর্ঘটনা ঘটছে। এসময়, আসন্ন বর্ষা মৌসুমে যাতে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা যায়, সে ব্যাপারে প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। এছাড়া, বহুতল ভবন নির্মাণে সংশ্লিষ্টদের আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সরকার প্রধান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি