নতুনদের কাজ করার সুযোগ দিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মাধ্যমে এমনভাবে টেন্ডার ডকুমেন্ট ও প্রক্রিয়া করতে হবে যেন নির্দিষ্ট বড় বড় ঠিকাদার বারবার কাজ না পায়। এ বিষয়ে প্রয়োজন হলে বিধি-বিধান আরও যাচাই-বাছাই করার নির্দেশ দেন তিনি।
দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় এসব নির্দেশনা দেন তিনি। সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, প্রকল্পের কাজ শেষ হয়েছে অথচ লোকবল বা অন্য কারণে অপারেশন করা হচ্ছে না- এমন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি