দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন বিমসটেকের ৪র্থ সম্মেলন শুরু হচ্ছে আজ। দুদিনের এই সম্মেলনে যোগ দিতে নেপালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশরাফি বিনতে শামস। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং ভুটানের অর্ন্তবতী সরকারের প্রধান উপদেষ্টা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর সঙ্গে দেখা করতে তার বাসভবন শীতল নিবাসে যান। সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগ উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
প্রাধান্য পাবে, অপরাধ ও সন্ত্রাস দমন, দারিদ্র বিমোচন, বিদ্যুৎসহ নানা বিষয়। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও শেখ হাসিনার আলাদা বৈঠকের কথা রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি