শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম মেনে শিক্ষার্থীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নবনির্মিত ৭ই মার্চ ভবন ও জাদুঘর উদ্বোধন শেষে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বলেন, ক্ষমতা ভোগের জন্য নয়, জনগণের প্রতি দায়িত্ব পালনের জন্য। শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, এটি ব্যয় নয়, বিনিয়োগের খাত।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান আরও বলেন, বাংলাদেশের যতটুকু অর্জন তা জাতির পিতার অবদান।
স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করতেই ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি