মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা স্বাধীনতাবিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিলেন বলে বঙ্গবন্ধুর ওপর তাদের এত ক্ষোভ।
আজ (০৯ ডিসেম্বর) খুলনার জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির মাঠে কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পৃথিবীর সকল মুসলিম প্রধান দেশে ভাস্কর্য আছে। বাংলাদেশেও অনেক আগে থেকেই ভাস্কর্য আছে। সেসব ভাস্কর্য নিয়ে কখনও কেউ কিছু বলেনি। কিন্তু হঠাৎ তারা জাতির পিতার ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখাচ্ছে। বীর মুক্তিযোদ্ধারা এমন ধৃষ্টতা কোনভাবেই সহ্য করবে না। বঙ্গবন্ধুর আহ্বানে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয় নি।
আলোচনায় অন্যান্যের মধ্যে খুলনা-৬ এর সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব তপন কান্তি ঘোষ-সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
এর আগে মন্ত্রী কপিলমুনির মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন এবং কপিলমুনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত রাজাকার ক্যাম্প (রায় সাহেব বিনোদ বিহারী সাধুর) বাড়ি, কপিলমুনির পাশ্ববর্তী মাহমুদ কাটিতে অনির্বাণ লাইব্রেরি এবং ডুমুরিয়ায় চুকনগর স্মৃতিসৌধ পরিদর্শন করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি