নিউজ ডেস্ক / বিজয় টিভি
যশোর থেকে কক্সবাজার ভ্রমণে গিয়ে ফিরে আসার সময় পিকনিকের বাস থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতুর ওপর থেকে পিকনিকের বাসসহ তাদের আটক করা হয়।
আটক ছয়জন হলেন- মো. আতিয়ার রহমান (৫৫), মো. মাসুদ রানা (৩১), মো. বাবলু (৪৭), মো. ইকবাল হোসেন (৩৭), মো. জুয়েল (৩৯) ও মো. আমিনুর রহমান সুমন (২৩)। তাদের বাড়ি যশোর, রাজশাহী ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়। শনিবার সকাল ৮টায় ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে তাদের আটকের বিষয়টি জানান র্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম।
উদ্ধার করা ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবার চালানটি র্যাব-৭ এর হাতে আটক হওয়া এ বছরের সবচেয়ে বড় চালান বলে জানান শাফায়াত জামিল ফাহিম।
তিনি বলেন, ‘যশোর থেকে কক্সবাজার ভ্রমণে গিয়ে ফেরার পথে বাসের ভেতরে মালপত্র রাখার জায়গায় কৌশলে লুকিয়ে ইয়াবা নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর উপরেই বাসটি আটক করে তল্লাশী চালানো হয়। পরে বাসে মোট ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’
মো. আতিয়ার রহমান, মো. মাসুদ রানা, মো. বাবলু ও মো. ইকবাল হোসেন ইয়াবাগুলোর মালিক। আতিয়ার রহমান বাসটির মালিক এবং তার উদ্যোগে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
শাফায়াত জামিল ফাহিম বলেন, ‘৫ জানুয়ারি ৪০ যাত্রীসহ বাসটি যশোর থেকে কক্সবাজার যায়। বাসে থাকা সবাই একে অপরের আত্মীয় ও বন্ধু। কিন্তু সবাই ইয়াবা নিয়ে আনার সঙ্গে জড়িত নয়। ছয়জনের সম্পৃক্ততা পেয়েছি। তারা র্যাবের কাছে বিষয়টি স্বীকারও করেছে।’
‘বাসটি কক্সবাজার যাওয়ার পর সেখান থেকে টেকনাফ যায়। বাসের সব যাত্রী সেন্টমার্টিন বেড়াতে যান। কিন্তু টেকনাফে বাসের সঙ্গে থেকে যান আতিয়ার রহমান, মাসুদ রানা, বাবলু, ইকবাল হোসেন, বাসের চালক জুয়েল ও আমিনুর রহমান সুমন। তারা বাসের ভেতরে মালপত্র রাখার জায়গায় কৌশলে ইয়াবাগুলো রাখে, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়।’
ইয়াবাগুলো চট্টগ্রাম, ঢাকা ও যশোরে হস্তান্তর করার পরিকল্পনা ছিল বলে জানান শাফায়াত জামিল ফাহিম।
নিউজ ডেস্ক / বিজয় টিভি