মানুষ দেখে আতঙ্কে হাত পায়ে জড়িয়ে ধরছেন সাংবাদিক গোলাম সরোয়ার। চট্টগ্রামে নিখোঁজের চারদিন পর অপ্রকৃতস্থ অবস্থায় সাপ্তাহিক আজকের সুর্যোদয় পত্রিকার সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধার করা হয়েছে।
গতরাতে চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরা ব্রিজের নীচ থেকে তাকে উদ্ধার করা হয়। খবর প্রকাশের জেরেই তাকে অপহরণ করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত সনাক্ত করে আইনে আওতায় আনার জোর দাবি জানিয়েছে সাংবাদিক নেতৃত্ববৃন্দ। এদিকে অভিযুক্তদের সনাক্ত করে যথাযত ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ ।
জানা যায়, সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম স্টাফ রিপোটার গোলাম সরওয়ার গত বৃহস্পতিবার নগরীর নিজ বাসা থেকে বের হওয়ার পরে নিখোজ হন। এরপর থেকে তার মোবাইল সহ যোগাযোগের সকল ব্যবস্থা বন্ধ ছিল।
নিখোজ হওয়ার পর আজকের সূর্যোদয়ের সহ-সম্পাদক চট্টগ্রামের জোবায়ের সিদ্দিকী বাদী হয়ে একটি নিখোজ ডায়েরি করেন।
পরে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দরা নিখোজ সাংবাদিক সওয়ারকে জীবিত উদ্ধারে আন্দোলনে নামেন। এরপর আইন-শৃঙ্গলা বাহিনী তৎপরতা শুরু করেন। চট্টগ্রাম নগরী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাইপাস কাজী পাড়া খাল নির্জন এলাকায় অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায় অপহরণকারিরা।
অত্যাধিক ফেসবুকে ভাইরাল হওয়া ছবি এরই মধ্যে পড়ে থাকা ব্যক্তিটি গোলাম সরওয়ার বলে নিশ্চিত হয়। পরে সীতাকুন্ড ও কোতয়ালী থানা পুলিশের কোতয়ালী সার্কেল ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে এসে গোলাম সরওয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড থানার ওসি তদন্ত সুমন বনিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমরা অজ্ঞান অবস্থায় সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কোতয়ালী থানা পুলিশকে হস্থান্তর করি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি