চলতি বছরের জুলাই মাসে দেশে ১ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা টাকার হিসেবে ১৫ হাজার ৯০৭ কোটি টাকা।
তবে, গত বছর জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। সে তুলনায়
২৭ দশমিক ৯৭ শতাংশ কম রেমিটেন্স এসেছে দেশে। হঠাৎ করে এভাবে প্রবাসী আয় কমে যাওয়াকে নানাভাবে বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, করোনার তৃতীয় ঢেউয়ে অনেক দেশে লকডাউন চলছে। ফলে প্রবাসীদের আয়ও কমেছে। এসব কারণে রেমিট্যান্স পাঠানো কিছুটা কমেছে।