চট্টগ্রাম বন্দরে বর্তমানে সাত হাজারের বেশি নিলামযোগ্য কন্টেইনার পড়ে রয়েছে। এ কন্টেইনার জট কমাতে ১০ হাজার ৪৫০ কেজি লবঙ্গসহ ৭৬ লট পণ্য নিলামে তোলা হচ্ছে আগামী ১২ আগস্ট।
এর আগে, গত ২৯ জুলাই, নিলামে উঠেছিল ৬১ লট পণ্য। এবারের নিলামে ১০ হাজার ৪৫০ কেজি লবঙ্গ, ১১ হাজার ৩৩৮ জোড়া জুতা, ২৬ হাজার ৬২৪ কেজি কমলা, ২ হাজার ৭২৬ কেজি মাল্টা ও ১৫ হাজার ৫শ’ কেজি ড্রাগন ফল রয়েছে।
তারমধ্যে সবচেয়ে বেশি রয়েছে ১৭ লট ফেব্রিক্স পণ্য। চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মো. আল আমিন বলেন, কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলমের নির্দেশনায়, বন্দরের জট কমাতে নিলামের গতি বাড়ানো হয়েছে। প্রতি মাসে দুই থেকে তিনটি নিলাম ডাকার চেষ্টা করা হয়।