চীন থেকে আসা একটি জাহাজের কয়েকজন নাবিক করোনায় আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম বন্দরে নোঙর করা জাহাজটি থেকে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে।
সোমবার, বন্দর সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এমভি সেরিন জুনিপার নামের ওই জাহাজটি সিঙ্গাপুর বন্দর হয়ে চট্টগ্রামে বন্দরের বহির্নোঙরে আসে। এরপর জাহাজে থাকা বিভিন্ন দেশের ১৬ জন নাবিকের করোনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়।
এরপর জাহাজের সব নাবিককে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ। একই সাথে জাহাজটি থেকে পণ্য খালাসও বন্ধ রাখা হয়। জাহাজটিতে ২২ হাজার ২৩৪ টন ডিএপি সার রয়েছে।