দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা থেকে ৩০৪ কোটি টাকার সরকারের রাজস্ব আয় হয়েছে।
২০১৩ সালের ১৯ নভেম্বর, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ মোহনায় আন্ধার মানিক নদীর তীরে টিয়াখালীতে ১৬ একর জমির ওপর দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দর প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।
এরপর আর থামেনি উন্নয়নের অগ্রযাত্রা। সেই থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এ বন্দর থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩০৪ কোটি টাকা বলে জানান, বন্দর কর্তৃপক্ষ। বন্দরটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত গত পাঁচ বছরে পাকাপোক্তভাবে দেশীয় অর্থনীতিতে অংশীদারিত্ব করছে।