আমদানির তিন দিনের মধ্যে সব ধরনের রাসায়নিক পণ্য খালাসের কঠোর নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের ইয়ার্ডে নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুধু বন্দরের ইয়ার্ড নয়, নিরাপত্তা নিশ্চিত করে সব ডিজি কার্গো ইয়ার্ডকে ১৭টি সুপারিশ করেছে বন্দর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, গত ১৩ জুন, বন্দর ভবনে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সব ব্যবসায়ী সংগঠনসহ স্টেকহোল্ডার প্রতিনিধিদের সাথে একটি বৈঠক করে।
ডিজি কারগো পরিবহনে আমদানিকারক, রপ্তানিকারক, শিপিং এজেন্ট, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তার খাতিরেই নির্দেশনাগুলো দেয়া হয়েছে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।