সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে রেকর্ড, ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ একক কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এ সংখ্যা আগের অর্থবছরের তুলনায় ৫ শতাংশ বেশি। পাশাপাশি ১১ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ১৬০ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে বেশি হ্যান্ডলিং হয়েছে। তিনি বলেন, কন্টেইনার হ্যান্ডলিংয়ে ৫ দশমিক ১ শতাংশ, কার্গো হ্যান্ডলিংয়ে ৩ দশমিক ৯ শতাংশ ও জাহাজ হ্যান্ডলিংয়ে ৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
আগামীতেও এ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।