দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ সরবরাহে কয়লাভিত্তিক উৎপাদন কেন্দ্রগুলোর অবদান গুরুত্বপূর্ণ। তবে, সম্প্রতি ১৬টি কেন্দ্রের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এর বিপরীতে বিদ্যুৎ উৎপাদনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াতে পারে দেশটি বলে রয়টার্সের এক খবরে বলা হয়।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, কয়লা ব্যবহার হয় এমন ৯-১৬টি বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধের জন্য তিন মাস সময় প্রয়োজন। চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে এসব কেন্দ্রের কার্যক্রম গুটিয়ে নেয়া হবে। মূলত পরিবেশ দূষণের বিষয়টি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।
ডেস্ক নিউজ/বিজয় টিভি