চলতি বছরের নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ২০৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থের রেমিটেন্স পাঠিয়েছেন। যা আগের বছরের একই মাসের তুলনায় ৩৩ দশমিক ৬৬ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসের তুলনায় এক দশমিক ৫৭ শতাংশ কম রেমিটেন্স এসেছে। অক্টোবরে দেশে রেমিটেন্স এসেছে ২১১ কোটি ডলার। সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে ২১৫ কোটি ডলার।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, সরকারের দেয়া দুই শতাংশ প্রণোদনার কারণে মহামারি করোনা ভাইরাসের মধ্যেও রেমিটেন্স বেড়েছে। প্রণোদনা অব্যাহত থাকলে ধারাবাহিকভাবে রেমিটেন্স বাড়বে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি