করোনা পরিস্থিতিতে মাসখানেকের ব্যবধানে আবারো বেড়েছে রডের দাম। টনপ্রতি পণ্যটির দাম বেড়েছে ১০ থেকে ১২ হাজার টাকা।
উৎপাদনকারীরা জানান, প্রতিষ্ঠানভেদে বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের রড বাজারে বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৬৪ হাজার টাকায়। বেশ কয়েকমাস ধরেই আন্তর্জাতিক বাজারে মূল কাঁচামালের দাম ছিল টনপ্রতি ২৫০ থেকে ২৭০ ডলার।
নতুন করে আবারো দাম বাড়ায় আমদানি করতে হচ্ছে ৪শ থেকে ৪৩০ ডলারে। আর বন্দরে কাঁচামাল আটকে থাকায় পরিশোধ করতে হচ্ছে বাড়তি টাকা।
এদিকে, দাম বাড়ার ফলে পণ্যটির বিকিকিনি কমেছে খুচরা বাজারে। আবারো যদি কাঁচামালের দাম ও আনুষঙ্গিক খরচ বাড়ে তাহলে পণ্যটির বাজার অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে বলে শঙ্কা করছেন ব্যবসায়ীরা।