গত একমাস ধরে ২ শতাংশের নিচে রয়েছে দেশের ব্যাংকিং খাতে আন্তঃব্যাংক লেনদেন সুদের (কলমানি রেট) হার।
বিশ্লেষকরা বলছেন, মহামারি থেকে অর্থনীতি পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত তারল্য সরবরাহ করায় এবং ব্যাংকগুলোর ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৯ আগস্টের পরে চলতি বছরের ৫ নভেম্বর, গড় কলমানি রেট নিচে নেমেছিল। পরবর্তীতে, ১৪ নভেম্বর পর্যন্ত এ রেট আবার ২ শতাংশে ফিরে গেলেও ১৫ নভেম্বর আবার ১ দশমিক ৮৪ শতাংশে নেমে আসে এবং এখন পর্যন্ত ২ শতাংশের নিচেই রয়েছে। এ সময়ের মধ্যে সুদহার সর্বোচ্চ ৫ দশমিক ২৫ শতাংশ এবং সর্বনিম্ন ১ শতাংশের মধ্যে দাঁড়িয়েছে।