করোনাভাইরাসের নতুন একটি রূপের বিস্তার ঘটায় প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি তেলের বাজারে। করোনা সংক্রমণের নতুন এ আশঙ্কা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন ঘটিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।
রয়টার্স প্রাইস ইনডেক্স অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২২ শতাংশ কমেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৫০ ডলার ২৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেল প্রতি ৬২ সেন্ট কম।
এদিকে, সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৪৭ ডলার ২৫ সেন্টে। খাতসংশ্লিষ্টদের মতে, কমার এ হার অব্যাহত থাকলে বড়দিনের আগেই ব্রেন্ট ক্রুডের ব্যারেল ৫০ ডলারের নিচে নেমে আসতে পারে।