করোনায় ক্ষতি সামলে উঠতে প্রান্তিক চাষিদের জন্য সরকার যে প্রণোদনা তহবিল ঘোষণা করেছিল, তা গ্রাহক পর্যায়ে বিতরণের জন্য ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
ইতিমধ্যে, এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, কৃষিখাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হলো।
এর আগে, ১৩ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে কৃষি ঋণ বিতরণের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।