আগামী বছর থেকে ২০২৯ সাল পর্যন্ত তামার বৈশ্বিক উত্তোলন বার্ষিক গড় ৩ দশমিক ৭ শতাংশ হারে বাড়বে বলে এক প্রতিবেদনে পূরবাভাস দিয়েছে মার্কিন ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ফিচ সলিউশন।
পূর্বাভাস অনুযায়ী, একই সময় ব্যবহারিক ধাতুটির মোট উত্তোলন ২ কোটি ১৫ লাখ থেকে বেড়ে ২ কোটি ৭৮ লাখ টনে উন্নীত হবে। অসংখ্য নতুন প্রকল্প অনলাইনে আসার কারণে তামার বাড়তি চাহিদা দেখা দিয়েছে, যে কারণে ক্রমবর্ধমান চাহিদা পূরণে লাল ধাতুটির উত্তোলন বার্ষিক ৬ দশমিক ৯ শতাংশ হারে প্রসারিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, শিগগিরই ধাতুটির বৈশ্বিক উত্তোলন কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে ফিরবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বার্ষিক গড়ে ১ হাজার ২০০ কিলোটন তামা উত্তোলনের প্রত্যাশা করছে।