পেঁয়াজের মৌসুম শুরু হওয়ায় দেশের বাজারে গত কয়েক সপ্তাহ ধরেই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
পাশাপাশি কমেছে আলুরও দামও। সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০ টাকা করে দাম কমেছে এ ভোগ্যপণ্য দুটির।
আজ রাজধানীর বাজারে প্রতিকেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। যা গত সপ্তাহেও ছিল ৫০ টাকা। প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ বিক্রি হয় ৪০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। দেশি পেঁয়াজ ছাড়াও চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।
এছাড়া সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ব্রয়লার মুরগির। তবে বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ৩০ টাকা কমে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দাম কমেছে ডিম ও সবজিরও। অন্যদিকে, অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেল, চাল, মসলাসহ অন্যান্য পণ্যের দাম।