গেল ২০১৯-২০ অর্থবছরে দেশের মুদ্রা বাজারে ৫ লাখ ৫৪ হাজার ৭শ’ ৭৯ কোটি টাকা যোগান দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২০১৯ সালের তীব্র তারল্য সংকট এবং এরপর করোনা মহামারির কারণে আর্থিক খাতের ধাক্কা সামলাতেই এ অর্থের যোগান দেয় কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বাংলাদেশ গভর্নমেন্ট সিকিউরিটিজ রিপোর্টের তথ্য অনুযায়ী, রেপো, স্পেশাল রেপো ও অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট হিসেবে ব্যাংকগুলোতে দেয়া হয়েছে রেকর্ড পরিমাণ এ অর্থ।
এর আগে ২০১৮-১৯ অর্থবছরে মুদ্রা বাজারে ৯৪ হাজার ৫শ’ ৮৭ কোটি টাকার যোগান দেয়া হয়। যা ২০১৭-১৮ অর্থবছরে ছিল ৫শ’ ৭২ কোটি আর এর আগের ২০১৬-১৭ অর্থবছরে ছিল মাত্র ১শ’ ১৫ কোটি টাকা।