গেল বছরে সর্বোচ্চ ২ হাজার ১৭৪ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এত বেশি পরিমাণ রেমিট্যান্স এর আগে কোনো বছরে আসেনি। যা ২০১৯ সালের তুলনায় ১৮ দশমিক ৬০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, করোনার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৩ হাজার ৪০০ কোটি ডলার থেকে বেড়ে ৪ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। আর অর্থবছর বিবেচনায় চলতি অর্থবছরের গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৮ শতাংশ। পুরো ডিসেম্বর জুড়ে রেমিটেন্স এসেছে ২০৫ কোটি ডলার। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির নতুন রেকর্ড হতে শুরু করে।
২০১৯ সালে, প্রবাসী আয় ছিলো ১ হাজার ৮৩২ কোটি টাকা।