ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাঁচ হাজার ৮৬ টন চালের দ্বিতীয় চালান। মঙ্গলবার রাতে এমভি সেঁজুতি জাহাজে চালানটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
চট্টগ্রাম খাদ্য বিভাগের চলাচল সংরক্ষণ নিয়ন্ত্রক দপ্তরের প্রধান মোহাম্মদ সফিউল আলম জানান, কাস্টমসের যাবতীয় ফি পরিশোধের পর খালাসের জন্য বৃহস্পতিবার জাহাজটির বন্দরের জেটিতে ভেড়ার কথা রয়েছে। গত ২৪শে ডিসেম্বর এমভি সেঁজুতি জাহাজটি চার হাজার ১১৩ টন চাল নিয়ে কলকাতা থেকে চট্টগ্রামে আসে।
এরইমধ্যে এসব চাল বন্দর থেকে খালাস হয়ে সরকারি গুদামে পৌঁছেছে। দুই দফা লাইটার জাহাজে করে চাল আমদানি করা হলেও তৃতীয় দফায় মাদার ভ্যাসেলে করে চাল আমদানি করা হবে। আগামী ১০ই জানুয়ারি চাল নিয়ে বড় একটি জাহাজের চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।