চলতি ২০২০-২১ মৌসুমে, বিশ্ব বাজারে সরবরাহ সংকটে পড়বে চিনির বাজার। ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন এমনটাই পূর্বাভাস দিয়েছে।
লন্ডনভিত্তিক আইওএসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, এ মৌসুমে বিশ্বজুড়ে চিনির সম্মিলিত চাহিদা দাঁড়াতে পারে ১৭ কোটি ৪৬ লাখ টনে। একই সময়ে পণ্যটির বৈশ্বিক উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১৭ কোটি ১১ লাখ টনে।
সেই হিসেবে ২০২০-২১ মৌসুমে, বিশ্ববাজারে চিনির সম্ভাব্য ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ৩৫ লাখ টনে।