বিশ্ববাজারে ধারাবাহিকভাবে স্বর্ণের দাম বাড়তে থাকলেও আবশেষে কমতে শুরু করেছে বাজার দর।
আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি দাম ২ হাজার ডলার ছাড়িয়ে গেলেও কয়েক দিন ধরে টানা পড়তে শুরু করেছে স্বর্ণের দর। গতকাল স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ হাজার ৮৪৯ ডলার দেখা গেছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৬৫ ডলার ও ৩ দশমিক ৪০ শতাংশ কম।
ব্যবসায়ীরা জানান, করোনার কারণে চাহিদা কম থাকায়, দাম কমতে শুরু করেছে। বিনিয়োগকারীরাও স্বর্ণের বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়ে শেয়ারবাজার, ঋণপত্র, বিদেশি মুদ্রার দিকে ঝোঁকার কারণে এর চাহিদা কমে যায়। যার ফলে বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।
এদিকে, আন্তর্জাতিক বাজারে দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমবে বলে আশা করছেন এর সাথে জড়িত ব্যবসায়ীরা।