নতুন বছরে টনপ্রতি ৮ হাজার ১০০ ডলার দাম বেড়েছে তামার। খাতসংশ্লিষ্টরা বলছেন, তামার বাজারে এমন চাঙ্গাভাব দীর্ঘমেয়াদে বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জের প্রাইস ইনডেক্স অনুযায়ী, ২০২১ সালের শুরুতে তামার প্রতি টন তামার দাম ওঠে ৭ হাজার ৯১৮ ডলার ৫০ সেন্টে। ৬ জানুয়ারি তা আরো বেড়ে ৮ হাজার ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। ওইদিন, এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৮ হাজার ১২৯ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়।
৮ জানুয়ারি, এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম আরো বেড়ে ৮ হাজার ১৪৬ ডলারে উন্নীত হয়।