লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে ভারতে এক সপ্তাহের মধ্যে চারবার বৃদ্ধি পেলো পেট্রোল ও ডিজেলের দাম।
সর্বশেষ গতকাল এ মূল্যবৃদ্ধি কার্যকর হওয়ায় দেশটিতে এখন স্মরণকালের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে জ্বালানি পণ্য দুটি। আর সাপ্তাহিক হিসাবে লিটারপ্রতি দাম বাড়ল এক রুপি করে।
পেট্রোলের দাম লিটারপ্রতি ২৫ পয়সা বৃদ্ধি পেয়ে রাজধানী শহর দিল্লিতে ৮৫ দশমিক ৭০ রুপি ও মুম্বাই শহরে ৯২ দশমিক ২৮ রুপিতে বিক্রি হচ্ছে। একইভাবে প্রতি লিটার ডিজেল দিল্লিতে ৭৫ দশমিক ৮৮ রুপি ও মুম্বাইয়ে ৮২ দশমিক ৬৬ রুপিতে বিক্রি হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে দেশটির তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।