বাজারে আরেক দফা বেড়েছে ভোজ্যতেলের দাম। সপ্তাহের ব্যবধানে লিটারপ্রতি বেড়েছে ১০ টাকা। দাম কমেনি চালেরও। তবে সরবরাহ ভালো থাকায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে।
সপ্তাহের ব্যবধানে বাজারে বোতলজাত সয়াবিন ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১শ’ ৪০ টাকা লিটার। আর কেজিপ্রতি ৫ টাকা বেড়ে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১শ’ ২০ টাকায়।
এদিকে, ভরা মৌসুমেও দাম কমছে না চালের। আমদানি করা চালের মান ভালো না হওয়ায় বাজারে দামের প্রভাব পড়েনি বলে জানান বিক্রেতারা।
তবে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় স্বস্তি মিলেছে ক্রেতাদের। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ডিম, গরু, মুরগী ও খাসির মাংসের দাম।