বাংলাদেশ ব্যাংক মুদ্রিত আটটি স্মারক রৌপ্য মুদ্রার মূল্য বাড়ানো হয়েছে। বর্ধিত মূল্য অবিলম্বে কার্যকর হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার রজতজয়ন্তী ও বাংলাদেশ ব্যাংকের রজতজয়ন্তী উপলক্ষে তৈরি ৩১ দশমিক ৪৭ গ্রাম ওজনের মুদ্রার দাম ৩ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু উদ্বোধন উপলক্ষে ৯০ শতাংশ রুপা ও ১০ শতাংশ নিকেল দিয়ে তৈরি তিন হাজার টাকার মুদ্রার দাম বাড়িয়ে চার হাজার টাকা এবং বাংলাদেশের ৪০তম বিজয়বার্ষিকী, বিদ্রোহী কবিতার ৯০ বছর উপলক্ষে, তৈরি ২৫ গ্রাম ওজনের মুদ্রার দাম সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা করার কথাও জানায় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও অন্যান্য স্মারক রৌপ্য মুদ্রার দামও সমন্বয় করা হয়েছে।