দেশের বাজারে আবারো বাড়তে যাচ্ছে স্বর্ণালঙ্কারের দাম। নতুন নিয়মে দাম নির্ধারণের বিষয়ে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
তবে, এবার মূল্য সংযোজন কর ও মজুরিসহ স্বর্ণের অলংকারের দাম নির্ধারণ করার জন্য বাড়ানো হচ্ছে দাম। এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
সংশ্লিষ্টরা জানান, এ সিদ্ধান্ত কার্যকর হলে প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়বে ৬ হাজার ৬শ’ টাকা।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারোটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ৬ হাজার ২৩০ টাকা। এর সঙ্গে মজুরি বাবদ যোগ হবে আড়াইশ’ টাকা। অর্থাৎ মজুরি ও ৫ শতাংশ হারে ভ্যাটসহ এক গ্রাম স্বর্ণের অলংকারের দাম পড়বে ৬ হাজার ৮০৪ টাকা।