চলতি অর্থবছরে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ৮৪৯ দশমিক ৮০ বিলিয়ন টাকা থেকে ৩ শতাংশের বেশি কমিয়ে ৮২০ বিলিয়ন টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক মাসগুলোতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন কম হওয়া এবং সঞ্চয়পত্র বেশি বিক্রির কারণে চলতি অর্থবছরের সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা সংশোধন করতে হয়েছে।
অন্যদিকে, বাজার পর্যবেক্ষণ ও তদারকি বাড়ানোর জন্য দেশে আন্তঃব্যাংক মানি মার্কেটের অটোমেটেড প্লাটফর্ম ইডিএসমানি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের মার্চের তৃতীয় সপ্তাহে দেশে চালু হবে সিস্টেমটি।