জাতীয় বিমা দিবস উপলক্ষে আগামী ১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু বিমা মেলা’। এছাড়া নিজস্ব অর্থায়নে ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ চালু করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- আইডিআরএ।
গতকাল সোমবার দিলকুশায় আইডিআরএ’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সংস্থার চেয়ারম্যান ডা. এম মোশাররফ হোসেন।
তিনি আরো জানান, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, মেলা ও আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া, ১৬ লাখের বেশি প্রতিবন্ধীদের জন্য ‘স্বাস্থ্য বিমা’ পরিকল্পনা তৈরির কাজ চূড়ান্ত করা হয়েছে। চালু করা হয়েছে ‘বঙ্গবন্ধু স্পোর্টসম্যান ইন্স্যুরেন্স’ বলেও জানান তিনি।