দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম প্রতিরোধে কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
কমিটি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির পাশাপাশি অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম খতিয়ে দেখবে।
অনিয়মের ঘটনায় জড়িত প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার ভূমিকা থাকলে তা খতিয়ে দেখবে, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবে।
ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম না হয়, তা নির্ধারণে করণীয় বিষয়ে প্রতিবেদন গভর্নরের কাছে জমা দেবে কমিটি। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত সোমবার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কমিটি গঠনের অনুমতি দেন।