রাজধানীর খুচরা বাজারে আবারও কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে চাল ও আটার দাম। চাল-আটা ছাড়াও বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল ও চিনি।
বাজারে দেশি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি আর ভারতীয় মিনিকেট ৬৩ টাকা। দেশি নাজিরশাইল ৭০ থেকে ৭২ এবং ভারতীয় নাজিরশাইল ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আটার দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২ টাকা। বাড়তি প্যাকেটজাত আটার দামও।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে পাকিস্তানি কক বা সোনালী মুরগির দাম। বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকা কেজি। চড়া দামে বিক্রি হচ্ছে লেবু ও গরমের মৌসুমের আগাম সবজি। বাজারে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংস এবং মসলাসহ অন্যান্য পণ্যের দাম।