চালের বাজার স্থিতিশীল রাখতে আবারো ৫৭ ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।
গতকাল খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, বরাদ্দ পাওয়া আমদানিকারককে এলসি খোলার দশ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে। আগামী ১১ মার্চের মধ্যে এলসি খুলতে এবং এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে।
এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে এলসি খুলতে না পারলে বরাদ্দ আদেশ বাতিল বলে গণ্য হবে। এর আগে, বেসরকারি পর্যায়ে সর্বমোট ৩২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০ লাখ ১৪ হাজার ৫শ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার।