ই-কমার্সের সহযোগিতায় টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে ভোজ্যতেল, ছোলা, চিনি এবং ডাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ই-ক্যাব, ডিজিটাল হাট ডট নেটের ৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে টিসিবির ৪ পণ্য বিক্রি করছে।
কাল থেকে শুরু হওয়া এ থেকে কার্যক্রম চলবে আগামী ৬ মে পর্যন্ত। এতে ভোজ্যতেল প্রতি লিটার ১০৮ টাকা, চিনি, ছোলা এবং ডাল ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা সপ্তাহে ৫ লিটার তেল এবং ৩ কেজি করে চিনি, ছোলা ও ডাল কেনার সুযোগ পাবেন।
এছাড়া, ডেলিভারি চার্জ নির্ধারণ করা হয়েছে ঢাকা শহরে সর্বোচ্চ ৩০ টাকা এবং ঢাকার বাইরে ৪০ টাকা। প্রাথমিক পর্যায়ে ঢাকা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় অনলাইনে পণ্য বিক্রয় শুরু হয়েছে।