মৌলভীবাজারের রাজনগর উপজেলার নন্দিউড়া গ্রামের আল-আমীন। কৃষি বিভাগের পরামর্শে ২০১৭ সালে, ৩ বিঘা জমিতে বারি-১ জাতের মাল্টা বাণিজ্যিকভাবে চাষ করেন তিনি। এবার প্রথমবারের মতো প্রতিটি গাছে ৫০- ১০০টি করে ফল ধরেছে।
আল-আমীনের মতো জেলায় ছোট-বড় সব মিলিয়ে ২৭৫টি মাল্টা বাগান গড়ে উঠেছে। এখানকার মাটি ও আবহাওয়া অনুকুলে থাকায় উৎপাদিত মাল্টা রসালো, সুস্বাদু এবং অধিক মিষ্টি। এতে নতুন নতুন চাষি আগ্রহী হয়ে উঠছেন।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানালেন, সাইট্রাস প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় নতুন নতুন বাগান তৈরিসহ বসতভিটায় মাল্টা চাষে উৎসাহিত করা হচ্ছে।
চলতি বছর জেলার সাত উপজেলায় ১০০ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে।