করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে ৩শ’ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন।
এসএমই ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারের দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় এ ঋণ দেয়া হবে। এর মধ্যে, চলতি অর্থবছরে ১শ’ কোটি টাকা এবং আগামী অর্থবছরে ২শ’ কোটি টাকা বিতরণ করবে প্রতিষ্ঠানটি। মোট ঋণের ২৫-৩০ শতাংশ নারী-উদ্যোক্তাদের মাঝে বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের ঋণের আওতায় আনতে বাংলাদেশ কৃষি ব্যাংকসহ আরও কয়েকটি সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়াও শুরু করেছে ফাউন্ডেশনটি।