কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিন দিন বেড়েই চলছে মিষ্টি কুমড়ার চাষাবাদ। বাণিজ্যিকভাবে আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত মিষ্টি কুমড়া আবাদ করে লাভবান হচ্ছে কৃষকরা।
আধুনিক পদ্ধতিতে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে উপজেলার সালুয়া, ফরিদপুর, ছয়সূতী, রামদী, গোবরীয়া আব্দুলাহপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলতি মৌসুমে ২৪৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। ভাল ফলন হওয়ায় এবং বাজারে ভাল দাম থাকায় লাভের আশা করছেন চাষীরা।
এদিকে, কৃষকদের সহযোগিতায় বিষমুক্ত সবজি উৎপাদনে ১৪ সপ্তাহ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধকরণে কাজ করছে কৃষি বিভাগ।