প্রায় ৩০ বছর ধরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে ফলের আড়তে পাইকারি ফল কেনাবেচা হয়। বর্তমানে এখানকার অর্ধশত আড়তে তরমুজ, আনারস, পেয়ারা, ফুটি, লিচু, আমসহ মৌসুমী ফলে ভরে গেছে।
প্রতিদিন অর্ধকোটি টাকার ফল পাইকারি কেনাবেচা হয় এখানে। ভোরের আলো ফোটার সাথে সাথে চার শতাধিক শ্রমিক-কর্মচারীদের সহযোগিতায় পাইকাররা ফল সংগ্রহ করে গ্রামাঞ্চলের হাটবাজারে নিয়ে খুচরা বিক্রি করেন। কিন্তু, মৌসুম হওয়া সত্ত্বেও হঠাৎ করে ফলের দাম বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা।
এদিকে, আড়তদারদের দাবি, করোনার লকডাউনে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ফলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর এতে কমে গেছে পাইকারের সংখ্যা।
আর, মস্তফাপুর ফল আড়তদার সমিতির সভাপতি আব্দুর রহমান বেপারী জানান, সমিতির নেতারা বলছেন, জমিতে ফলন কম হওয়ায় এবার সব ধরনের ফলের দাম বেড়েছে।
মস্তফাপুর ফলের আড়তে তরমুজ প্রতি পিস ২৫০ থেকে ৩০০ টাকা, ফুটি প্রতি পিস ৭০-৯০, আনারস প্রতি পিস ৪৫-৭০ এবং পেয়ারা প্রতি কেজি ৫০-৭০ টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হচ্ছে।